শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫

উদ্ভিদের লিঙ্গ



উদ্ভিদের মধ্যে নারী-পুরষ ভেদ রয়েছে কিনা এটা দীর্ঘদিন পর্যন্ত রহস্যই ছিলসর্বপ্রথম যিনি উদ্ভিদরে মধ্যে পুংলিঙ্গ ও স্ত্রী লিঙ্গ থাকার কথা উল্লেখ করেছেন তিনি হলেন সুইডিশ বিজ্ঞানী কার্ল লিনেখৃষ্টীয় অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে তিনি এ মত প্রকাশ করেনতার ওই বক্তব্যে অনেকেই বিস্মিত হয় এবং তারা গীর্জার পাদ্রিদেরকে তার বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলেফলে কয়েক বছর ধরে ইউরোপে তার লেখনীকে ভুল মতামত হিসেবে ধরা হতকিন্তু এর কিছু কাল পরেই বিজ্ঞানীরা লিনের মতামতকে সত্য বলে স্বীকৃতি দেন এবং তা একটি বৈজ্ঞানিক মূলনীতি হিসেবে গৃহীত হয়
বিজ্ঞানের আবিষ্কারের আগে কে জানতো যে গাছেরও লিঙ্গ আছে? সে তো আল্লাহ মহান!

سُبْحَانَ الَّذِي خَلَقَ الْأَزْوَاجَ كُلَّهَا مِمَّا تُنْبِتُ الْأَرْضُ وَمِنْ أَنْفُسِهِمْ وَمِمَّا لَا يَعْلَمُونَ
পবিত্র তিনি যিনি যমীন থেকে উৎপন্ন উদ্ভিদকে, তাদেরই মানুষকে এবং যা তারা জানে না, তার প্রত্যেককে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। (সূরা ইয়াসিন ৩৬)
জোড়া অর্থাৎ পুরুষ আর স্ত্রী লিঙ্গএই আয়াতটি আমাদের বলছে, গাছপালারও লিঙ্গ রয়েছেআজকের বিজ্ঞান প্রমাণ করেছে, গাছপালারও লিঙ্গ থাকেপুরুষ গাছ এবং স্ত্রী গাছএমনকি উভলিঙ্গ গাছে পুরুষ এবং মাহিলা অংশ আলাদা অবস্থায় থাকে


Faiyaz Al Muhaimin

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন