শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫

পেইন রিসেপ্টর



কিছুদিন পূর্বেও সাধারণ মানুষ, এমনকি ডাক্তাররা পর্যন্ত মনে করতো, শরীরের কোথাও ব্যথা সৃষ্টি হওয়ার জন্য মস্তিষ্ক দায়ীকিন্তু বর্তমানে আমরা জানি, আমাদের চামড়ার নিচে কিছু রিসেপ্টর আছে যেগুলোকে বলা হয় পেইন রিসেপ্টরএগুলোর কারনেই আমরা ব্যাথা অনুভব করিএগুলো পুড়ে যাওয়ার পর ঐ পোড়া জায়গাতে খোঁচালেও মানুষ ব্যাথা অনুভব করে না আল্লাহ সূরা নিসার ৫৬নং আয়াতে বলেন-


إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا سَوْفَ نُصْلِيهِمْ نَارًا كُلَّمَا نَضِجَتْ جُلُودُهُمْ بَدَّلْنَاهُمْ جُلُودًا غَيْرَهَا لِيَذُوقُوا الْعَذَابَ ۗ إِنَّ اللَّهَ كَانَ عَزِيزًا حَكِيمًا
এতে সন্দেহ নেই যে, আমার নিদর্শন সমুহের প্রতি যেসব লোক অস্বীকৃতি জ্ঞাপন করবে, আমি তাদেরকে আগুনে নিক্ষেপ করবতাদের চামড়াগুলো যখন জ্বলে-পুড়ে যাবে, তখন আবার আমি তা পালটে দেব অন্য চামড়া দিয়ে, যাতে তারা আযাব আস্বাদন করতে থাকেনিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী, হেকমতের অধিকারী

এই আয়াত আমাদের জানিয়ে দেয়, আমাদের চামড়ায় এমন কিছু আছে যেটার কারণে আমরা ব্যাথা অনুভব করিআর এই কারণে নতুন করে ব্যাথা দিতে গেলে নতুন চামড়ার প্রয়োজন রয়েছে সুতরাং, এ কুরআন এবং বিজ্ঞানের মধ্যে কোনো অসামঞ্জস্যতা নেইকিন্তু, Pain Receptor এর inventor হল কুরআন এবং আধুনিক বিজ্ঞান হল discoverer

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন