শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫

থিওরি অব রিলেটিভিটি



থিওরি অব রিলেটিভিটি মতে আমাদের দৃশ্যমান সময়ের পরিমান, আমাদের নিজেদের আপেক্ষিক বেগের উপর নির্ভর করেসহজ কথায়, সময়ের পরিমাণ বেগের সাথে পরিবর্তনশীলআইনস্টাইনের আগে কোন বিজ্ঞানী আমাদেরকে এই বিষয়ে ধারণা দিতে পারেননিমানুষ তখন সময়কে একটা ধ্রুব রাশি হিসেবে বিবেচনা করতোঅথচ দেড় হাজার বছর আগের কুরআনে আছে আমরা যে সময়কে বাস্তবে বিবেচনা করতে পারি, সেই সময়ই অন্য একটি ক্ষেত্রে পরিমাণে ভিন্ন হতে পারে
تَعْرُجُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ إِلَيْهِ فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ
ফেরেশতাগণ এবং রূহ আল্লাহ তাআলার দিকে উর্ধ্বগামী হয় এমন একদিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর। (সূরা মাআরিজ ৪)

يُدَبِّرُ الْأَمْرَ مِنَ السَّمَاءِ إِلَى الْأَرْضِ ثُمَّ يَعْرُجُ إِلَيْهِ فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ أَلْفَ سَنَةٍ مِمَّا تَعُدُّونَ
তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সমস্ত কর্ম পরিচালনা করেন, অতঃপর তা তাঁর কাছে পৌছবে এমন এক দিনে, যার পরিমাণ তোমাদের গণনায় হাজার বছরের সমান। (সেজদাহ ৫)

وَإِنَّ يَوْمًا عِنْدَ رَبِّكَ كَأَلْفِ سَنَةٍ مِمَّا تَعُدُّونَ
আপনার পালনকর্তার কাছে একদিন তোমাদের গণনার এক হাজার বছরের সমান (হাজ্জ ৪৭)

সময়ের পরিমান ক্ষেত্রভেদে ভিন্ন হয়, এই কথাটা থিওরি অব রিলেটিভিটি যতটা পরিস্কারভাবে বলেছে, তার থেকেও বেশি পরিস্কারভাবে বলা হয়েছে এই আয়াত দুটিতেভুলে গেলে চলবে না, মানুষ কর্তৃক থিওরিটি আবিষ্কার হয়েছে মাত্র এক শতাব্দী আগে!
[হাজ্জের ৪৭ নং আয়াত অনুযায়ী আল্লাহর কাছে এক দিন আমাদের ১০০০ বছরের সমানঅথচ আয়াত মাআরিজের ৪নং আয়াত অনুযায়ী আল্লাহ যে এক দিনের কথা বলছেন তা প্রথমত, সূরা দুটি ভালো করে পড়লে যে কারো বুঝার কথা যে, দুটি বিষয়ের প্রসঙ্গ আলাদাপ্রথম আয়াতে মানুষের কথা বলা হয়েছে এবং দ্বিতীয় আয়াতে অ্যাঞ্জেল ও স্পিরিটের কথা বলা হয়েছেঅতএব, কোনো অসঙ্গতি নেইদ্বিতীয়ত, এক জায়গাতে ১০০০ আর অন্য জায়গাতে ৫০,০০০ লিখা থাকলেই সাংঘর্ষিক হয় নাধরা যাক, কেউ দুসময়ে দুরকম বক্তব্য দিলেন, ১. আমি ঢাকা থেকে কলকাতায় গিয়েছি ১ ঘন্টায়, ২. আমি ঢাকা থেকে কলকাতায় গিয়েছি ১৬ ঘন্টায়আপাতদৃষ্টিতে বক্তব্য দুটিকে সাংঘর্ষিক মনে হলেও বাস্তবে তা নয়কারণ প্রথম বক্তব্যে এরোপ্লেন এবং দ্বিতীয় বক্তব্যে ট্রেন ব্যবহার করা হয়েছে, যদিও যানবাহনের কথা উল্লেখ করা হয়নিকুরআনের আয়াতগুলোতে এটাই বুঝাতে চাওয়া হয়েছে যে, স্রষ্টার সময়ের সাথে পার্থিব সময়ের কোনো তুলনা হয় না]

Faiyaz Al Muhaimin

৩টি মন্তব্য:

  1. একদিন সমান ৫০ দিন কখনো হতে পারে না
    থিওরি অব রিলেটিবিটি বললেও না কারণ গতির উপর সময়ের
    গণনার পরিবর্তন হতে পারে সময়ের নয়

    উত্তরমুছুন
  2. একদিন সমান ৫০ দিন কখনো হতে পারে না
    থিওরি অব রিলেটিবিটি বললেও না কারণ গতির উপর সময়ের
    গণনার পরিবর্তন হতে পারে সময়ের নয়

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. স্থান ভেদে সময়ের গতি ভিন্ন। তাই থিওরি অফ রিলেটিভিটি প্রমাণিত

      মুছুন