শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫

পেট্রোলিয়াম




وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَىٰفَجَعَلَهُ غُثَاءً أَحْوَىٰ
তিনি তৃনাদি বের করে এনেছেন, অত:পর তিনিই তাদের পরিনত করেন কালো বন্যার পানির মত (সুরা আলা ৪,৫)
তৃণ-বৃক্ষ, ফার্ন, শ্যাওলা এসব জৈব পদার্থ ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে একটা দীর্ঘ পদ্ধতির মাধ্যামে পেট্রোলিয়ামে (খনিজ তেল) রূপ নেয়খনিতে পদার্থটি অনেকটা বন্যার পানির মত গার থাকে, একই সাথে এটির রং থাকে কালোবর্ণেরযদিও মানুষ পেট্রোলিয়ামের ব্যবহার শিখেছে অনেক আগে, কিন্তু তারা জানতো না কিভাবে পদার্থটি পৃথিবীতে তৈরী হয়
কুরআন উক্ত আয়াতে একটি তরলের কথা বুঝিয়েছে, যা পেট্রোলিয়ামের বৈশিষ্টের সাথে হুবুহু মিলে যায়
১. এটি তৈরী হয় তৃনাদি থেকেঅর্থাৎ অরগ্যানিক ম্যাটারিয়াল থেকে
২. এটির রং কাল হবে, আর এটি বন্যার পানির মত তরল হবে
কুরআন হাজার বছর আগে বলে দিয়েছে পেট্রোলিয়াম তৈরী হয়েছে উদ্ভিদ থেকেআজকের বিজ্ঞান কুরআনের তথ্যকে শতভাগ সত্য বলে প্রমাণ করেছে
Faiyaz Al Muhaimin 

২টি মন্তব্য: